পরিচালনা পর্ষদের তথ্য
- সভাপতি (স্থানীয় সমাজের সম্মানিত ব্যক্তি বা উপজেলা নির্বাহী অফিসার মনোনীত)
- প্রধান শিক্ষক (সদস্য সচিব)
- শিক্ষক প্রতিনিধি (২জনের ১ জন, শিক্ষক পরিষদ থেকে নির্বাচিত)
- শিক্ষক প্রতিনিধি (২জনের ১ জন, শিক্ষক পরিষদ থেকে নির্বাচিত)
- অভিভাবক প্রতিনিধি (৪ জনের ১ জন, নির্বাচনে নির্বাচিত)
- অভিভাবক প্রতিনিধি (৪ জনের ১ জন, নির্বাচনে নির্বাচিত)
- অভিভাবক প্রতিনিধি (৪ জনের ১ জন, নির্বাচনে নির্বাচিত)
- অভিভাবক প্রতিনিধি (৪ জনের ১ জন, নির্বাচনে নির্বাচিত)
- দাতা সদস্য (প্রয়োজনে)
সভাপতি
**স্বাগত বক্তব্য**
আসসালামু আলাইকুম,
আমি, সম্মিলিত দীঘারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পক্ষ থেকে সকল শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রী ও অতিথিবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। বিদ্যালয় মানেই হলো জ্ঞানের আলো ছড়ানোর এক পবিত্র স্থান। আমাদের প্রিয় এই শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উন্নয়নের লক্ষ্যে আমরা সকলে মিলে নিরলস পরিশ্রম করে যাচ্ছি। শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের বিদ্যালয় একদিন শ্রেষ্ঠত্বের শিখরে পৌঁছাবে—এই আমাদের প্রত্যাশা। বিদ্যালয়ের চলমান কার্যাবলী যেমন, বার্ষিক ক্রীড়া/সংস্কৃতিক অনুষ্ঠান /পরীক্ষা ফল প্রভৃতি ক্ষেত্রে আমাদের বিদ্যালয় শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যের এক উজ্জ্বল ধারক।
আমি এই বিদ্যালয়ের সার্বিক সাফল্য কামনা করছি এবং সকলের সহযোগিতায় ভবিষ্যতে আরও সুন্দর ও গঠনমূলক কার্যক্রম বাস্তবায়নের প্রত্যাশা রাখছি।
**ধন্যবাদ।**